Saturday 30 March 2019

নিউমা হোল্ডারে আত্মারা


Image result for abstract image of other planet
 কাল ৮ টা । ‘স্টালটাস’-এর মাধ্যমে অ্যাটলাসকে খবরটা দিতে গিয়ে চোখ খুশীতে ভরপুর ।
“ পেরেছি অ্যাটলাস । স্টেম সেলের মত আত্মার ব্যাঙ্ক থেকে  আত্মা দেওয়া যাবে মৃতের ডি এন এ-তে ।“
১২৪০০ আলোকবর্ষ দূরে মিথুশিলা গ্রহে ডক্টর চিন্তামণি এসেছেন । আগেই একটা ফ্ল্যাট বানিয়েছেন । পাশেই নদী , হলদে তার স্রোত আর অদূরেই মাথা উঁচু করে নীলচে বর্ণের বরফের পাহাড় । অ্যাটলাস জানিয়েছিল , এই গ্রহ থেকে আত্মাদের সঙ্গে কানেকশন করা নাকী সহজ । বাকী পরীক্ষাটা ওখানেই সারলেন । নতুন যন্ত্রের নাম রাখলেন ‘ নিউমা হোল্ডার ‘ ।
জন্মকালে বিজ্ঞান যেখানে চেতনার সাথে মেশে ঠিক সেই ইলেকট্রন মিশ্রিত জারক রস থাকে তার ‘ নিউমা হল্ডার’এ । ডি এন এ-তে আত্মরস ইঞ্জেক্ট করলেই পুনরায় সজীব হবে দেহ ।
পরাণ পুরুতের পঞ্চত্ব লাভ বহুকাল আগেই হয়েছে । বর্তমানে তার নিবাস মিথুশিলা গ্রহের পাঠশালায় ।
সবে ভোর হয়েছে । মোরগ গলা ফুলিয়ে ডাক ছাড়বে ঠিক এমন সময় “ আঁ আঁ “ শব্দে পুরুত গিন্নী ভির্মি খেয়ে দাঁতে হিটকি লেগে উল্টে পরে ।
পুরুত ভেবেছিলেন পঞ্চ ব্যঞ্জনে অনেক কাল পর দুপুরের খাবার চেটেপুটে খাবেন । হল উল্টো ওঝার ঝাঁটায় পিঠ গেল ছড়ে ।
কেবল পরাণই নয় । দেশের বর্তমান হাল দেখে চিন্তামণি রবীন্দ্রনাথ ,নজরুল থেকে শুরু করে নেতাজী মায় কৌটতে রাখা রামকৃষ্ণের দাঁতেও দিলেন ‘ পরমায়ু ‘ জারক । চোখের সামনে ছবির মহাপুরুষেরা বহুকালের ঘুম ভেঙে উঠলেন ।
ভক্তিতে গদগদ চিন্তামণি সক্কলকে নিয়ে বসলেন সন্ধ্যে বেলায় । জেগে ওঠার পরও গুরুদেব মোটা জোব্বা গায়ে গুণগুণ করে কী বেশ গাইছেন ! খেটো ধুতি পরে পরমহংস বেঁচে উঠেই যথারীতি “ মাটি টাকা টাকাই মাটি “ বলে ভাব সমাধিস্থ ! ডক্টর বুঝতে পারলে না ব্যাপারটা কী হল !
“ নেতাজী নতুন ভারত , লাগছে কেমন ?“ আমতা আমতা করে জিজ্ঞেস করেই ফেললেন ।
বেশ খানিকক্ষণ তাকিয়ে শুকনো অথচ দৃঢ় গলায় বললেন , “ বেল্লিক ! বলেছিলাম রক্ত দাও স্বাধীনতা দেব ! সেই যে ভ্যানিস করে দিলি ...। শ্যামবাজারে ঠা ঠা রোদে ঘোড়ার পিঠে চেপে আমারই রক্ত গেল শুকিয়ে ।“
মুখ কাঁচুমাচু করে নজরুলের দিকে তাকাতেই তিনি বড় বড় চোখে গেয়ে উঠলেন , “ কারার ওই লৌহ কপাট... ! গানটা দারুন কাজে লাগিয়েছিস ভাই তোরা । দেশের সম্পত্তি লুট করে...ছ্যা ছ্যা ।“
মাথা নীচু করে থাকে ডক্টর । রবি ঠাকুর সস্নেহে বললেন , “ বাংলার মাটি বাংলার জলের দেশে রেখেছো মানুষ করে বাঙালী কর নি । ভাব রে বিষয়টা ভাব ।।“  

No comments:

Post a Comment

আত্মারা যখন অন্য গ্রহে

১ রা তটা এখন বেশ গভীর । টুক করে শব্দ হতেই কান সজাগ হয়ে উঠলো অ্যাটলাসের । মাথার মধ্যে টিঁ টিঁ কী বেশ ক্যাল্কুলেশন করেই এগিয়ে গেল দরজার ...