Tuesday 8 November 2016

Sacred


Whenever you jump in this
Category will rise,
I want to be back after so much!
You do not have to shut proceeded
Jumps tread on me. However,
In a day cycle I-We or,
You-you, go to the same category,
No, do not breathe too long, I-
We’ll rest again.
However, no one know when the
Finish line will come! What’s the
Level of infinity? If,
If not, the day will end category.
I stayed on our behalf this time
A poor man on this list.
Goddess Laxmi’s blessing be with you
And you are sons and daughters;
Of the total, the lack of which.
********************************************

গদ্যকবিতা
#সার্কেল ( ২-১১-১৬ © পবিত্র চক্রবর্তী )
******************************************
তুমি যখনই যে শ্রেণীতে লাফিয়ে উঠবে ,
আমি তত পিছনে থাকতে চাই পরে !
তোমার এগিয়ে যাওয়া রুদ্ধ হবে না
আমার লাফ মাড়াতে ! তারপরও যদি
কালের চক্রে আমি-আমরা অথবা , তুমি-
তোমরা একই শ্রেণীভুক্ত হয়ে যাই , না ,
একদম নিঃশ্বাস ফেলো না দীর্ঘ , আমি-
আমরা আবার বিশ্রাম নেব !
তবে , কতটা এগোলে শেষ হবে জানা নেই
কারোর ! স্তর-শ্রেণী কী ইনফিনিটি ? যদি
না হয় , সব শ্রেনীরা একদিন শেষ হবে !
আমি থাকলাম আমাদের প্রতিনিধি হয়ে
নির্ধনের তালিকায় এইবার ! তুমি থেকো তোমাদের
লক্ষ্মীর বর পুত্র-কন্যা হয়ে !
মোট কথা , যার যেটার অভাব !!

No comments:

Post a Comment

আত্মারা যখন অন্য গ্রহে

১ রা তটা এখন বেশ গভীর । টুক করে শব্দ হতেই কান সজাগ হয়ে উঠলো অ্যাটলাসের । মাথার মধ্যে টিঁ টিঁ কী বেশ ক্যাল্কুলেশন করেই এগিয়ে গেল দরজার ...