Monday 11 April 2016

অরণ্য প্রশ্ন


যদি তোমার কাছে যাই অরণ্য আবার ফিরে?শুকনো পাতার শয্যায় যদি পুনরায়
যদি সাজাই শয্যা !
জানি তুমি অনাদিকালের মতো স্তব্ধ -
বাতাসের উত্তরে,শুনি তোমার বালখিল্য
হাসি; তুমি হাসছো অরণ্য !!
সবই কি আমার প্রতি তোমার ঘৃণা !
কেন?এ উত্তর আমি জানতে চাইব না ;
সজীব পত্রের প্রতি উপশিরায় যে
প্রাণশিখা আজ তোমার অস্তিত্বের
পরিচয় দেয় সব কি ভুল ?
অজানার আহ্বানে হয়তো তুমি দিয়েছ
প্রশান্তি !আমি কি তারও বাইরে
কোন নির্জীব মন !
প্রতি রাতে তোমার গভীর নিশীথের
মতো ভালবাসা ,কার জন্য !
আমায় স্বার্থপর করেছো -এ কি তোমার
প্রতিশোধ ?না ,আমার মনের কুয়াশা ;
তাও ফিরে আসি শ্রান্তির পড় -
কোন এক পাতা ঝরা দুপুরে !

No comments:

Post a Comment

আত্মারা যখন অন্য গ্রহে

১ রা তটা এখন বেশ গভীর । টুক করে শব্দ হতেই কান সজাগ হয়ে উঠলো অ্যাটলাসের । মাথার মধ্যে টিঁ টিঁ কী বেশ ক্যাল্কুলেশন করেই এগিয়ে গেল দরজার ...