Tuesday 5 April 2016

শ্যামাঞ্জন

শূন্যতার ভিতরে শূণ্য ,
আবরণে তোমার আভরণ -
স্বপ্নে পরি অঞ্জন ;

শ্যাম মুই তোঁহার স্বপনে
অঞ্জন লাগি মোর হৃদি যতনে ;

আয় তবে শূণ্য দেখি -
আয় তবে শূন্যকে ভালবাসি ,
আয় আমারই আমার -
অসংখ্য শূণ্যের মাঝে ;

মম ভালবাসা সোপিনু  তব চরণে -
বিকশিল তাহা শ্যাম-শ্যামাঞ্জনে !!

No comments:

Post a Comment

আত্মারা যখন অন্য গ্রহে

১ রা তটা এখন বেশ গভীর । টুক করে শব্দ হতেই কান সজাগ হয়ে উঠলো অ্যাটলাসের । মাথার মধ্যে টিঁ টিঁ কী বেশ ক্যাল্কুলেশন করেই এগিয়ে গেল দরজার ...