Friday, 15 April 2016

তুমি চলে যাওয়ার পরে

তুমি চলে যাওয়ার পরেও আকাশ দেখি !
ধূলো ওড়া মুরুর বক্ষে শুনি তোমার স্পন্দন ; তাল-খেজুরের মাদকতায় প্রথম
মিলনের আবেদন! মায়াময় রাতে বলি -
আছো কি আজও ? নিরুক্ত রাত ডোবে,
আমার হাফ গ্লাসের প্রতি জোড়ালো চুম্বনে -ঘোলাটে চোখে দেখি তোমায় !

ঘর ছেড়ে পাতা ঝরা গাছের তলায় স্পষ্ট তোমার নৈসর্গিক অণুকাব্য -
একি সত্যি ! সত্যি তোমারই উপস্থিতি !

অবৈধ ভাষার পাতার রবে প্রেম গণনা করি - না বোঝার মাঝেও দেখি ;
একবার এসো - পৃথিবী কত পাল্টাচ্ছে -
পাল্টিয়েছে অবয়বেও ! দরজা খোলা ,
পারলে এসো - একমুঠো বালির মত পুনরায় দেব ভালোবাসার সংকলন !!

No comments:

Post a Comment

ময়ূরকণ্ঠী প্রাসাদ

                                               ১ এ ক যে ছিল দেশ । ওই দেশের রাজা ছিল আজব , তার মর্জিও ছিল বিদ্‌ঘুটে । রাজার নির্দেশ মত ...