Monday 4 April 2016

এক বেজন্মা স্বপ্নের ইতিবৃত্ত

এক অখ্যাত প্রেমের খ্যাত কাহিনীটির মতো নানা চরিত্র স্বপ্নের দ্বীপে জাল চলেছে বুনে !
এই যেমন স্নান করা দেহে অসংযত আঙ্গুল  লিখে চলেছে অলংকৃত শব্দ বিন্যাস !

প্রেম এখনও বিমূর্ত রাতের স্বপ্নের গহ্বরে
অনাদি কালের মত তোলে মৈথুন ভাস্কর্য ;
থামলাম কিছু পথের পরে , আর তারপর-
তারপরের ইতিবৃত্ত লেখার জন্য আহত হয় পুনরায় ভাললাগার মহুল নেশা!

ভাগ্যিস প্রত্যাক্ষান বড্ড বেশি মধুর -
তবুও আবাগি এপথ জন্ম দেয় বেজন্মা- জারজ লিপি কাহিনী !!

No comments:

Post a Comment

আত্মারা যখন অন্য গ্রহে

১ রা তটা এখন বেশ গভীর । টুক করে শব্দ হতেই কান সজাগ হয়ে উঠলো অ্যাটলাসের । মাথার মধ্যে টিঁ টিঁ কী বেশ ক্যাল্কুলেশন করেই এগিয়ে গেল দরজার ...