Wednesday, 6 April 2016

একটুকরো বন্দনা

তোমার কমলসম পাদপদ্মে আমার বাসনার      শ্রদ্ধাঞ্জলি -
তোমার বৈদিক শ্লোককে উপেক্ষা করে ,
নির্বাক অশ্রুপাত !
তোমার শ্বেতশুভ্র বসনে আমার লেগে
থাকা অদৃশ্য রক্ত ;
তোমার আশীর্বাদক হস্তে আমার
মনবীণার ঝঙ্কার -
উঠুক বেজে বারবার !!

No comments:

Post a Comment

ময়ূরকণ্ঠী প্রাসাদ

                                               ১ এ ক যে ছিল দেশ । ওই দেশের রাজা ছিল আজব , তার মর্জিও ছিল বিদ্‌ঘুটে । রাজার নির্দেশ মত ...