Saturday 19 March 2016

দাগ

রেখার উপর রেখা -
সৃষ্টি করেই ' গ্রন্থি ' ; 
রেখার সঙ্গে রেখা -
নির্মান নব ' বিশ্বায়ন '!
রেখা আর রেখা -
ঢেউ তোলে সমুদ্রে ; 
রেখা শুধু রেখা -
মিলিয়ে দেয় প্রাণ ; 
রেখা , 'তুমি ' আর , রেখা ' আমি ' -
টানে  ইতি এ জীবন !

দাগ-রেখা-চিহ্ন-ছাপ -
নানা রঙে , নানা অনুরাগ ; 
উত্থান-পতন 
জীবন-মরণ 
শুরু-শেষ 
গায় জীবনের গান 
অথবা 
Khol

No comments:

Post a Comment

আত্মারা যখন অন্য গ্রহে

১ রা তটা এখন বেশ গভীর । টুক করে শব্দ হতেই কান সজাগ হয়ে উঠলো অ্যাটলাসের । মাথার মধ্যে টিঁ টিঁ কী বেশ ক্যাল্কুলেশন করেই এগিয়ে গেল দরজার ...