Wednesday 16 March 2016

আছো তুমি ?

         কত গ্রাম-নগর-উর্বর জমি -
কত মানুষ-রেলের চাকা - আছো তুমি !
    সারি সারি গাছ যায় চলে পাশ দিয়ে
আজব দেশের নানা ভাষা.তোমার স্পর্শ
                 যায় ঘুম নিয়ে !
           অজানাকে ভাব করে যাই
           মিক্সচার ভাষায় বলি তাই
        তুমি এক তলায় আমি দোতলায়
  এই আঙুল অলক্ষ্যে তোমায় দেখে যায়
      ঘুম থেকে জেগে উঠি রেলের ঘর্ষণ
        ধর্ষণ করছে আমার স্বপ্নের আবরণ!
    বসে আছি আমি একা,তুমি কোথায় ?
    উড়ে গেছে ছবিখানা রাতের হাওয়ায়!
              তবুও চলি তোমার সাথে
অবয়ব মনে গাঁথা ,হাতটি তোমার হাতে !
        নীলাকাশে আমাকে কবর দিও,
               তোমার পাশে !
    মরেও ভাষা পাবো শত প্রেমের উষ্ণ
                   নিঃশ্বাসে !!

No comments:

Post a Comment

আত্মারা যখন অন্য গ্রহে

১ রা তটা এখন বেশ গভীর । টুক করে শব্দ হতেই কান সজাগ হয়ে উঠলো অ্যাটলাসের । মাথার মধ্যে টিঁ টিঁ কী বেশ ক্যাল্কুলেশন করেই এগিয়ে গেল দরজার ...