Friday 25 March 2016

বৃষ্টি

' বৃষ্টি ' তোমায় চিনলাম না -
' কুয়াশা ' আমি ভাবলাম তুমি ' শিশির ',
পথের মাঝে স্রোতের জোয়ারে -পাল ছেঁড়া নৌকার মাঝি বলে ,
         " সব এক " -
     কুয়াশা-শিশির-টুপটাপ বৃষ্টি
সবই মেঘ আর জলের প্রাচীন বন্ধুত্ব -
                   আর ,
হাল ধরা কাণ্ডারী জানায় -
             " সাবধান "
সুদূর সুনীল তরঙ্গের মাঝে ,
যেখানে চিতার ভস্মরা এক হয় ,
কুয়াশা-বৃষ্টি-শিশির পদ্মপাতার জলের মত ¦

No comments:

Post a Comment

আত্মারা যখন অন্য গ্রহে

১ রা তটা এখন বেশ গভীর । টুক করে শব্দ হতেই কান সজাগ হয়ে উঠলো অ্যাটলাসের । মাথার মধ্যে টিঁ টিঁ কী বেশ ক্যাল্কুলেশন করেই এগিয়ে গেল দরজার ...