Sunday 6 March 2016

উপনগরীর বুকে

যে উপনগরীর বুকে জন্ম নিয়েছিল 

ভালবাসার ছেঁড়াকাঁথার ইতিহাস - 

তার হৃদয়ে হেঁটে চলেছে , 

সহস্র যান্ত্রিক মানবের রোজনামচা ।



লাশকাটা ঘড়ে যে শানিত ছুরি 

গলা থেকে নাভির সাথে 

প্রেমের আলিঙ্গনে লিপ্ত - 

তার মুক্তি কী হবে তোমার-আমার 

জৈবিক মিলনে ? হয়তো না !



তবুও রাতের চাদর যে - 

নবজাতকের স্পন্দন পুনরায় করবে 

অভিযান , তাদের হতেই 

দিলাম তুলে অপুস্ট অভিলাসের 

বর্ণহীণ বিজয় কেতন ।। 

-পবিত্র চক্রবর্তী (Pobitra Chakraborty)


No comments:

Post a Comment

আত্মারা যখন অন্য গ্রহে

১ রা তটা এখন বেশ গভীর । টুক করে শব্দ হতেই কান সজাগ হয়ে উঠলো অ্যাটলাসের । মাথার মধ্যে টিঁ টিঁ কী বেশ ক্যাল্কুলেশন করেই এগিয়ে গেল দরজার ...