Sunday, 6 March 2016

অপেক্ষা

শিশির ভেজা রাতে
এখনো আসেনি অবসান ;
প্রতিনিয়ত চলেছে সংঘর্ষ
রাত স্নান করে চাঁদের আলোয় ,
অমাবস্যা হলেও পূর্ণিমার
নেই দেরী ; অবসান থেকে যাত্রা শুরু !
আনব একমুঠো বাস্তব; ছুঁয়ে দেখো -
স্বপ্ন নয়,দুই নিঃশ্বাসে গরম হয়েছে
আমাদের শীতল স্বপ্নগুলো ,
ক্ষণিক অপেক্ষা পুনরায় করো আমার পরিচয় !!

No comments:

Post a Comment

মহাভারতে অর্জুন থেকে বৈদিক যুগে নৃত্যকলা

আধুনিক জীবনে নৃত্য আমাদের সকলের কাছে মনরঞ্জনের জন্য এক বৃহৎ মাধ্যম । কিন্তু এই শিল্পের শিকড় খুব যে আধুনিক নয় তা আমরা জানি । বেদ থেকে...